ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কওমি মাদ্রাসায় পরীক্ষা শুরু আজ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ১৮ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) অধীন কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। 

বুধবার বেফাকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক হাজার ১৮৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। 

এ বছর ফযিলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহফিযুল কোরআন এবং ইলমুত তাজবিদ ওয়াল কিরাত বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ আট হাজার ৯৯৩ জন। এ বছর ছাত্রীর সংখ্যা বেশি। কেন্দ্রীয় পরীক্ষায় এক লাখ দুই হাজার ৫৮৪ জন ছাত্র এবং এক লাখ ছয় হাজার ৪০৯ জন ছাত্রী অংশ নিতে নিবন্ধন করেছে।

করোনার কারণে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গত বছর মার্চ মাসে বন্ধ হয়ে যায় কওমি মাদ্রাসাও। পরে সরকারি সিদ্ধান্তে মাদ্রাসা খোলে। গত বছর বিলম্বে হলেও এবার নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি